স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিক বরাদ্দ করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ. কে. শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড.ফারুক আহাম্মদ সভাপতিত্বে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় নির্বাচনের দফতরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজার রহমান।
এছাড়াও নির্বাচনের প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের বর্তমান প্রশাসক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক (মন্ত্রী) ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস বলেন, জেলার ৩৩ লাখ মানুষের পক্ষ থেকে ও তার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। এসময় তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের অসমাপ্ত কাজ সমাপ্ত ও সততার সাথে পূর্বের মত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় জেলা পরিষদের উন্নয়নমূলক দৃশ্যমান কাজ পরিষদের নির্বাচিত সদস্যদের সাথে নিয়ে সমাপ্ত করার অঙ্গীকার করেন। তিনি বলেন ‘আমার পেশা ও নেশা রাজনীতি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কমিটমেন্ট মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করায় দৃঢ় প্রত্যয়ী।