স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর, ২০২২ সিরাজগঞ্জসহ দেশের ৬১ টি জেলার জেলা পরিষদ নির্বাচন এর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১৭ এপ্রিল জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দেশের ৬১ টি জেলায় জেলা পরিষদ চেয়ারম্যানদেরই জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেয় সরকার। এই প্রজ্ঞাপন জারির সাথে সাথেই সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন এ সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ইতিমধ্যেই নিজ নিজ সমর্থন আদায়ে কাজ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীগণ। কেউবা প্রকাশ্যে, কেউবা অপ্রকাশ্যে ঢাকায় বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাচনী পরিচালনা বোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন বলে জানা যায়।
ইতিমধ্যেই আওয়ামী লীগের প্রায় ডজন খানেক প্রার্থীর নাম তাদের সমর্থকদের মুখে শোনা যায়। এখন পর্যন্ত সরকারি দলের বাইরে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী কিংবা সতন্ত্র সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়নি। জেলা পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রতিটি চা স্টলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জেলার গ্রাম-গঞ্জও এহাওয়া থেকে পিছিয়ে নেই।
এব্যাপারে, কয়েকজন প্রার্থীর সাথে মোবাইল ফোনে সিরাজগঞ্জ প্রতিদিন প্রতিনিধি যোগাযোগ করা করলে, সবাই দলীয় মনোয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যায় তাতে এবারে লড়াই হবে প্রবিণ-নবীনের।নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মুক্তিযুদ্ধে জেলায় অগ্রনি ভুমিকা পালনকারী মুক্তিযোদ্ধার নাম।
এতালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান (বর্তমান প্রশাসক), জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, মুক্তিযুদ্ধে বেসামরিক গেরিলা দল পলাশ ডাঙ্গা যুব শিবিরের সহ অধিনায়ক, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রসংসদের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, ইয়াহিয়ার সামরিক আইনে সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাড. বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক ড. মাযহারুল ইসলাম এর পুত্র চয়ন ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নারী নেত্রী ড. জান্নাত আরা হেনরী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, ঢাকা বার কাউন্সিলের নির্বাচিত সদস্য,সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রহমান এর নাম শোনা যাচ্ছে।