স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নারী সদস্য ফরম উত্তোলন করলেন জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান ৩ অ্যাড. কাজী সেলিনা পারভিন পান্না।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদের ফরম উত্তোলন করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটো, পৌর আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান বেলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা শিউলি, সাবেক এাণ বিষয়ক সম্পাদক দুলালী রানী সাহা, সাবেক কোষাধ্যক্ষ ও পৌর কাউন্সিলর শিখা খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা মঞ্জু, সাধারণ সম্পাদক আয়েশা নাসরিন এ্যামিলি, যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রুমানা রেশমা, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও কাউন্সিলর স্বপ্না হাবিব, পৌর কাউন্সিলর ও ৬ং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিনা খাতুন, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বানু রুমা, সাধারণ সম্পাদক শিউলি আক্তার ও পৌর কাউন্সিলর মিরা খাতুন প্রমুখ।
অ্যাড. কাজী সেলিনা পারভীন পান্না বলেন, জেলা পরিষদের নির্বাচনে আমি একজন প্রার্থী। গতবার নির্বাচিত হয়ে আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়নের কাজ করেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবারও আমি জেলা পরিষদের সদস্য পদ জয় লাভ করে পূর্বের মত করে বিভিন্ন উন্নয়নের কাজ করে যাব ।