সিরাজগঞ্জ

সম্মিলিতভাবে দেশ উন্নয়নে কাজ করতে হবে: জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি: আমরা সবাই দেশগড়ার কারিগর, সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে- গত সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

গত বুধবার, ১১ জানুয়ারি, বিকেল ৪ টায় শহিদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরী সংস্কার ও চালুকরণ, সাংস্কৃতিক সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ট্রাষ্ট গঠনসহ নানাবিধ বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি সৈয়দ শামীম শিরাজী, আলোকিত বাংলাদেশ এর তফিজউদ্দিন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক মো. মজিদ সরকার, বাসস এর শহিদুল ইসলাম ফিলিপস, ইন্ডিপেনডেন্ট টিভির দিলীপ গৌড়, নিউজ ২৪ এর হীরক গুণ, সময় টিভি রিংকু কুন্ডু, এনটিভির শরিফুল ইসলাম ইন্না, দেশ টিভির সায়েমউদ্দিন, এমটিভির গোলাম মোস্তফা রুবেল, বাংলাদেশ অবজারভার এর অশোক ব্যানার্জী।

এসময় জেলা প্রশাসক সংবাদকর্মীদের তথ্যবহুল মতামত মনযোগ সহকারে শোনেন ও সমস্যা সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এবং একযোগে কাজ করার সুন্দর মানসিকতার জন্য প্রশংসা করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এর উপপরিচালক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা  প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির, অতিরিক্ত জেলা  ম্যাজিষ্টেট তমাল ঘোষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। সভায় সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button