সারাদেশে বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ম‚ল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মস‚চির অংশ হিসেবে সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার, ১৪ মে, সকালে সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি মজিবর রহমান লেবু। পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব মো. জামির হোসেন।
এসময় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।