সিরাজগঞ্জ

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি ও ফোকাল পয়েন্ট নির্ধারণ

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাত সারা বিশ্বে অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণ খাত হিসেবে সুপরিচিত। দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দারিদ্র বিমোচন ও আর্থিক অন্তর্ভুক্তি সহায়ক ক্ষুদ্রঋণ খাত বিনির্মানে আইনের মাধ্যমে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ক্ষুদ্রঋণ খাত প্রতিষ্ঠার মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন”- এ ভিশনকে সামনে রেখে বিধি ও প্রবিধি প্রণয়ন এবং কার্যপদ্ধতি নির্ধারণের মাধ্যমে সনদ প্রদানসহ দেশের ক্ষুদ্রঋণ খাতের সার্বিক উন্নয়নে এমআরএ কাজ করছে। এমআরএ’র সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই), বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা এবং ব্যাংক পরিচালিত এ বিশাল ক্ষুদ্রঋণ খাত আর্থিক সেবার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও মানব সম্পদ উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সেবা প্রদান করছে। বর্তমানে এমআরএ’র সনদপ্রাপ্ত ৭৪১টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সারাদেশে প্রায় ২২ হাজার শাখা অফিসের পৌনে ২ লাখ জনবলের মাধ্যমে ঋণ প্রদান, সঞ্চয় গ্রহণ ও রেমিটেন্স বিতরণের মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি মানুষকে আর্থিক সেবা প্রদান করছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ অনুসারে এমআরএ’র সনদ ব্যাতীত এনজিও/বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই।

উল্লেখিত বিষয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে জেলা পর্যায়ে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটি গঠিত হয়। জেলা সমন্বয় কমিটিতে রয়েছেন (১) জেলা প্রশাসক, সভাপতি (২) পুলিশ সুপার, সদস্য (৩) জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সদস্য

(৪) উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, সদস্য (৫) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সদস্য (৬) জেলা সমবায় কর্মকর্তা, সদস্য (৭) পল্লী সঞ্চয় ব্যাংকের মনোনীত জেলা পর্যায়ের কর্মকর্তা, সদস্য (৮) গ্রামীন ব্যাংকের মনোনীত জেলা পর্যায়ের কর্মকর্তা সদস্য (৯) জেলায় কার্যরত এমআরএ’র সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা/প্রতিনিধি সদস্য (১০) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদস্য সচিব।

কমিটির কর্মপরিধি হবে: (১) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল সংস্থা/দপ্তর ও ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম পর্যালোচনা ও সুপারিশকরণ;(২) বেআইনি ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;(৩) ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান; (৪) প্রতি ৩ (তিন) মাসে ১টি সভা আয়োজন; (৫) প্রয়োজনে সদস্য কোঅপ্ট করা ; এবং (৬) বিবিধ।

এ ছাড়াও সমন্বয় কমিটিকে সহযোগিতা করার জন্য এমআরএ  সিরাজগঞ্জ জেলার জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সংস্থাকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জেলা সমন্বয় কমিটির ফোকাল পয়েন্ট এবং যুগ্ম ফোকাল পয়েন্ট হিসেবে মানব মুক্তি সংস্থাকে নির্ধারিত করেছেন। এনডিপি’র পক্ষে ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) ও মানব মুক্তি সংস্থার পক্ষে যুগ্ম ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন মো. আশরাফুজ্জামান খান সেলিম,পরিচালক- আইজিপি। ফোকাল পয়েন্ট ও যুগ্ম ফোকাল পয়েন্ট এর কার্যপরিধি হচ্ছে (১) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর ডাটাবেজ থেকে ক্ষুদ্রঋণ বিষয়ক সার্বিক চিত্র/তথ্য সংগ্রহ করে ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা (২) জেলা সমন্বয় কমিটির সভাপতি, সদস্য সচিব এবং সংশ্লিষ্ট জেলায় কার্যরত সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযো রক্ষা করা (৩) সমন্বয় কমিটির সিদ্ধান্ত মতে প্রাসংগিক কার্যাদি বাস্তবায়ন করা। এমআরএ কর্তৃক এ ধরণের পদক্ষেপের কারণে ক্ষুদ্র ঋণ সেক্টরের সাথে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় আরও দৃঢ় হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button