সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপের কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি গত ১০ মে থেকে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এদিকে প্রশাসককে প্রতিদিনের কার্যক্রমে সহায়তার জন্য হাসানুল হক মোল্লা ফাহিমকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট সহায়ক কমিটি গঠন করা হয়েছে। সহায়ক কমিটির অন্য সদস্যরা হলেন জাহিদুর রহমান, রুবেল সেখ, আলামিন চৌধুরী, আতিকুর জামান হাতেম, তরিকুল ইসলাম ও আবু হাসেম । অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন