সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাড়াশে কৃতি সন্তান ১ নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বিসিএস প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস গত ২৮ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ বরাবর সেচ্ছায় পদত্যাগের লিখিত আবেদন করেন। সেই প্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হলে ১ নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুলকে সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল বলেন, চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মহোদয় সেচ্ছায় পদত্যাগ করেছেন। তাই পদটি শূন্য থাকায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।