সদরসিরাজগঞ্জ

জেলা বিএনপির উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাড.মীর রুহুল আমীন বাবু’র ইন্তেকাল

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাড. মীর রুহুল আমিন বাবু ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার (০১ জুলাই) সকাল ৯টায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের প্রথম জানাজা নামাজ সোমবার বাদ জোহর সিরাজগঞ্জ কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ সোমবার বাদ আসর ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং মালশাপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।

অপরদিকে মরহুমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button