গত ৩ এপ্রিল বুধবার বিকাল ৪ টার দিকে সিরাজগঞ্জ জেলা শিক্ষা পরিবারের আয়োজনে বাগান সৃজন ও অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক অনুষ্ঠানের প্রধান অতিথি মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রায়হান কবির।
বাগান উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী অফিসার হাবিবুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার, মোহাম্মাদ মহব্বাত হোসেন সরকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল, সহকারি শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এলিজা সুলতানা, এসময় আরও উপস্থিত ছিলেন জ্ঞানদায়ীনী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আইয়বুব আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলী, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, সিরাজগঞ্জ এসবি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ।