সদরসিরাজগঞ্জ

অসুস্থ শিশুকে নগদ অর্থ প্রদান করলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন সুখ পাখি বিরল রোগে আক্রান্ত আবুবক্কর ৫ বৎসরের অসহায় অসুস্থ দুস্থ শিশুকে নগদ অর্থ প্রদান করে। গত বৃহস্পতিবার, ১৮ মে, সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সুখ পাখি আয়োজনে আবুবক্কর ও তার মা এর হাতে চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ১ লাখ ৪৪ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও উপসচিব মোহাম্মাদ তোফাজ্জল হোসেন ও সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাহিদ হোসেন রজব, প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল মামুন, আসিফ ও অর্থ সংগ্রহকারী হালিমা তুজ সাদিয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, সমাজের বিত্তবান মানুষদের অসহায় দুস্থ অসুস্থ মানুষদের পাশে থেকে কাজ করতে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন,আজকে এই শিশুটির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তবেই মানব সেবা করা হবে। স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি তারা সমাজে আত্মমানবতার কাজে নিয়োজিত আছে।

এসময় সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাহিদ হোসেন রজব বলেন, শিশু আবু বক্কর যখন জন্ম নেন, তখন শিশুটির বাবা আবু বক্করের এমন বিরল রোগে আক্রান্ত দেখে স্ত্রী বাচ্চা রেখে পলায়ন করেন । এমনকি পিতা বাচ্চাটিকে বালিশ চাপা দিয়ে হত্যা পর্যন্ত করতে চেয়েছিলো, কিন্ত শিশুটির মা’য়ের বাধায় শিশুটিকে রক্ষা করা হয় ।

এতিম এই শিশুটির চিকিৎসার জন্য পরিবাররে কোন সচ্ছলতা ছিলনা । মা অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালাত। বিষয়টি সুখ পাখির স্বেচ্চাসেবী হালিমা তুজ সাদিয়ার নজরে এলে তিনি শিশু আবুবক্কর এর সমস্যার কথা ফেসবুকে তুলে ধরেন। বাচ্চাটির জন্য অনেক দাতা সদস্য বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৪ হাজার সহায়তার জন্য পাঠান ।  এখন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  সুখ পাখির তত্তাবধায়নে ভর্তি করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button