সদরসিরাজগঞ্জ

জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল এর পরিচিতি সভা অনুষ্ঠিত

দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ-এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের নব -নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার ( ১২ আগস্ট) সকালে ইবি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজন জাতীয়তাবাদী শ্রমিকদলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার সভাপতি জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ ওয়াহাব, সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপি সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর আলম, শহর বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. মনির, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রমূখ। জাতীয়তাবাদী শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু তিনি বলেন, আওয়ামী লীগের অপশাসনের কারণে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে আছে। নিত্যপণ্যের মূল্যের লাগামহীন উর্দুগতি বার বার তেল গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণ এদেশের সাধারণ মানুষের ন্যায় শ্রমজীবিরাও ভালো নেই। বক্তারা বলেন, সবচেয়ে অবহেলিত দৈনিক হাজিরা ভিত্তিক দিনমজুররা। আওয়ামী লীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের মানুষকে বাঁচতে দিবে না। তাই শুধু বিএনপির নেতা কর্মীরা নয়, শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের জনগণকে এই ফ্যাসিস্ট সরকারি বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে। তাই আজকে এই জাতীয়তাবাদী শ্রমিকদলের নব- নির্বাচিত পরিচিতি সভায় সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে প্রতিকে এক সাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button