সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার এর বদলিজনিত বিদায় এবং ডা. মো. হাবিবুর রহমানকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) হিসেবে বরণ করে নেওয়া হয় ।
এসময়ে বিদায়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার কে ক্রেস্ট প্রদান করে বিদায় সন্মাননা জানানো হয় এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন ডা. মো.হাবিবুর রহমান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডক্টর নজরুল ইসলাম ঝন্টু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.আশীষ কুমার দেবনাথ।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিরেক্টর এডমিন ডা. রনজিত চক্রবর্তী, রাজশাহী বিভাগীয় সাবেক ডিরেক্টর এডমিন ডা. শাহ জামাল, বগুড়া জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুন্নবী এছাড়াও এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ দপ্তর সিরাজগঞ্জের ভেটেরিনারি অফিসার, উপপরিচালক (কৃত্রিম প্রজনন) সহ বিভিন্ন উপজেলার ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ও অন্যান্য কর্মকর্তা – কর্মচারীগণ ।
জানা যায় যে, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে ডা. গৌরাংগ কুমার তালুকদার ০২ বছর ৮ দিন দায়িত্ব পালন করেন এবং মঙ্গলবার তিনি পাবনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ।