সিরাজগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার, ৩১ আগস্ট, সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ( বিপিএমবার) (পিপিএমবার), অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মোবারক হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার সূত্রধর, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বর্তমানে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নে কাজ করছেন। সরকারি কমকর্তা আপনারা নিজেরা অন্যের কাছ থেকে যে ব্যবহারটা প্রত্যাশা করেন ঠিক সেই ব্যবহারটাই সেবা প্রত্যাশি জনগনের সাথে করবেন। আইনের মধ্যে থেকে কোন ধরনের হয়রানি ব্যতিত সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তার হাতে সম্মাণনা ক্রেস্ট তুলে দেন।