সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ভুমি মালিকদের মাঝে এল এ চেক বিতরণ

সিরাজগঞ্জ জেলা বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির মালিক অনুকূলে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করা হয়।  গত বুধবার (১২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান। এসময় জেলার বিভিন্ন প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের এলে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এনডিসি বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ জি এস এম জাফরুল্লাহ্।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার, পিপিএম বার, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তমাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এস এম রবিন শীষ প্রমুখ।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অধিগ্রহণ শাখার অধীন বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ টি প্রকল্পের ভুমি অধিগ্রহণ কার্যক্রম চলমান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও সাসেক সড়ক সংযোগ প্রকল্প অধীন মোট ৩০ জন ভুমির মালিকগণকে মোট টাকা ৩,১৩,৮৮,৪৮২/২৫ ( ৩ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৪৮২ টাকা ২৫ পয়সা মাএ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে ছাদ বাগান পরিদর্শন ও বৃক্ষ রোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button