সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে  জেল হত্যা দিবস পালিত

সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়। বৃহস্পতিবার, ৩ নভেম্বর, বিকেলে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। স্মরণ সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার । সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এসাহাক আলী, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম সপ্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল প্রমুখ। স্মরণ সভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার এই দিনটি জেল হত্যা দিবস পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে হত্যা করা হয়। জাতীয় এই চার নেতা জীবন দিয়ে প্রমাণ করল বঙ্গবন্ধুর রাজনীতি ও আদর্শের সাথে তারা বেইমানী করতে জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button