সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে নব নির্মিত একাডেমিক ভবন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষাঙ্গনের ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ প্রযুক্তি শিক্ষার বিকাশে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে আরো সমৃদ্ধশীল করতে সরকার নানানমূখী কর্মসূচী হাতে নিয়েছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, তাড়াশ ইপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সদর পৌর আ.লীগের সভাপতি সভাপতি হেলাল উদ্দিন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর প্যানেল-২ রিয়াদ রহমান, আড়িয়ামোহন বিদ্যালয়ের প্রধান আব্দুর আলিম, চুনিয়াহাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস সিরাজগঞ্জ – পাবনা জোনের সহকারি পরিচারল আবু সাইদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্ঞানদায়িনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,