বেলকুচিসিরাজগঞ্জ

বেলকুচিতে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে থেকে দুটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেলকুচি থানার পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি নতুনপাড়া গ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমানের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে। মাহফুজুর রহমান বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) সাইমন বলেন, কিছুদিন পূর্বে মাহফুজুরকে তার বাবা একটি মোটর সাইকেল কিনে দেয়। কয়েকদিন হলো সে নতুন মোবাইল কিনে দেয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে আসছিল। মোবাইল কিনে দিতে দেরি হওয়ায় বুধবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

এদিকে এনায়েতপুর থানাধীন ভাঙ্গাবাড়ি গ্রামের ফুটানি মার্কেট এলাকা থেকে মালায়েশিয়া প্রবাসি সাইদুল ইসলামের (৩২) লাশ উদ্ধার করা হয়। সাইদুল এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।  এ বিষয়ে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, কোরবানি ঈদের আগে মালায়েশিয়া থেকে দেশে ফেরেন সাইদুল ইসলাম। বিদেশ থেকে ফিরে তিনি এনায়েতপুরের ফুটানি মার্কেট এলাকায় শশুর বাড়িতে বসবাস শুরু করেন। শশুর বাড়ির পাশে একটি গাছের সাথে সাইদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button