কামারখন্দসিরাজগঞ্জ

জামতৈল রেলওয়ে স্টেশনে অনলাইনে  টিকিট সংগ্রহ শুরু, যাত্রিদের স্বস্তি

আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শতবর্ষী জামতৈল রেলওয়ে স্টেশনে ই-টিকিট সিস্টেমে টিকেট সংগ্রহ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রিদের। বুধবার (২৯ নভেম্বর) সকালে জামতৈল রেলস্টেশনে রেলওয়ে পশ্চিম (পাকশী) সহকারী বানিজ্যিক কর্মকর্তা নুর আলম এর উপস্থিতিতে অনলাইনে টিকিট সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয় ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা প্রথম অনলাইন টিকিট কাটার মাধ্যমে অনলাইন টিকিট কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কামারখন্দ থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল মন্ডল, সিপিবির কামারখন্দ উপজেলার সভাপতি আশরাফ সরকার, প্রবিণ মুরুব্বি মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার দাস  প্রমূখ। এ ব্যাপারে জামতৈল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান জানান, অনলাইন টিকিট কার্যক্রম আজকে উদ্বোধন করা হলেও আগামী ৯ ডিসেম্বর থেকে জন্মনিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে নিবন্ধনকৃত ব্যক্তিরা অনলাইনে টিকিট কাটতে পারবেন অথবা রেলসেবা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন হয়ে ঘরে বসে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button