সিরাজগঞ্জে টিসিবির পণ্য পাচারের চেষ্টার অভিযোগের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার গভীর রাতে টিসিবি পণ্য পাচারের ঘটনাটি জানার পর জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়।
ঘটনাটির তদন্তে সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। তদন্ত কমিটির বাকী সদস্যরা হলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।