আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসন নীতি বদলাতে বললেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া কঠোর অভিবাসন নীতি থেকে সরে আসার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানান, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাইলে ট্রাম্পের কট্টর মেক্সিকো নীতি থেকে সরে আসতে পারে।ট্রাম্পের নীতির আওতায় মেক্সিকোর নাগরিক নন এমন যেসব ব্যক্তি দেশটির দক্ষিণের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, কিন্তু বৈধ হতে পারেননি, তাঁদের খুঁজে বের করে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়। অভিবাসনসংক্রান্ত আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাঁদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়নি। আর রায় অভিবাসনপ্রত্যাশীদের বিপক্ষে গেলে তাঁদের পক্ষে যুক্তরাষ্ট্র প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যায়। এভাবে অনেক অভিবাসী পরিবার প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইনজীবীদের মতে, এর ফলে বড় ধরনের বিপদে পড়েন অভিবাসনপ্রত্যাশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button