সিরাজগঞ্জে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এর গ্রাহক মৃত শফিকুল ইসলামের মৃত্যুদাবির ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ শহরে প্রতিষ্ঠানের জোনাল অফিসে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল বারী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মইনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ( রাজশাহী) দেওয়ান মোস্তাক রহমান্, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ( সিরাজগঞ্জ) মো. সামিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ( সিরাজগঞ্জ ) মো. নজরুল ইসলাম। এসময় মৃত বীমা গ্রাহক শফিকুল ইসলামের স্ত্রী সুবর্ণা পারভীনের হাতে ৫ লাখ টাকার মৃত বীমাদাবির চেক তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
শেষে বীমা গ্রাহক মৃত শফিকুল ইসলাম ও বেলকুচি ব্র্যাঞ্চের ইনচার্জ শামীমা খাতুনের মৃত বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।