উল্লাপাড়াসদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজনের  মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২ আগস্ট) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় ট্রেনের কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ডিউটি অফিসার আনছার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে অজ্ঞাত (২০) যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জর ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া গুচ্ছ গ্রাম এলাকায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে আব্দুল রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা বন্ধু ফাহিম ও জিহাদ নিখোঁজ রয়েছে। এক সঙ্গে তারা ঢাকায় ঘুরতে গিয়েছিলেন।

গতকাল বুধবার (২ আগস্ট) সকালে নিহত কিশোরের মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপ সাহা জানান, তিন বন্ধু মিলে মঙ্গলবার দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় যায়। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায়, তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরে তারা রাতে রাজশাহীগামী কোন এক ট্রেনে ওঠে তিন জন উল্লাপাড়ায় নিজ বাড়ি গুচ্ছগ্রাম এলাকায় আসলে আব্দুর রহমান চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মারা যান। বাকিদের খবর পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দিয়ে নিহতের এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button