সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (২৭ অক্টোবর) সকালে মুজিব সড়ক রোডস্থ সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিনিয়র শিক্ষক এস এম এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ একাধিক এসিবগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।

এসময় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক লৌহে মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক মো. কাউসারুল ইসলাম, সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. ময়নুল ইসলাম, সহকারী শিক্ষিকা রওশন আরা, ইউনূস আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, সহ শিক্ষক/শিক্ষিকা ছাত্র -ছাত্রী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button