উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার চলনবিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার এলংজানি গ্রামের পাশ থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, উল্লাপাড়ার এলংজানি চরপাড়া গ্রামের আব্দুল মতিন মোল্লার ছেলে মো. রুবেল (২৮)ও সাতবিলা পূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে স্বপন মিয়া (২৭)। ঘটনার সময় আরও ৩ ডাকাত পালিয়ে যায়। পুলিশ এ সময় ডাকাতদের ব্যবহৃত নৌকা টি জব্দ করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, চলনবিল অধ্যুষিত এলংজানি গ্রামের পাশে নৌকা যোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৫ ডাকাত। গোপন খবরের প্রেক্ষিতে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকাটি ঘেরাও করে উল্লিখিত ২ জন ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে লোহার রড, চাকু, ছোরা, দড়িসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।