উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দেলের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার ভোররাত ৩ টার দিকে সদর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার ভাগলগাঁছি গ্রামের মাজেদ আলী আকন্দের ছেলে মোঃ সুজন মিয়া (৩১), বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের সোবাহান মন্ডলের ছেলে জুবায়ের হোসেন পারভেজ (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিরুল ইসলাম হাসু (২৯), উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা পারকুল গ্রামের আমিরুল ইসলামের ছেলে আবু বক্কার (২০), একই গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান (২৫)।

উল্লাপাড়া সার্কেলের এএসপি অমৃত সূত্রধর জানান, গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় ও আন্তঃজেলায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। উল্লাপাড়া মডেল থানা পুলিশ শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া গ্রামস্থ আব্দুর রাজ্জাকের পিভিসি ইট ভাটার উত্তর পাশ্বে পূর্ণিমাগাঁতি রাস্তায় যানবাহন ঠেকিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে দেশী অস্ত্র সহ প্রস্তুতিকালে গ্রেপ্তার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় সংশ্লিষ্ট আইনে মামলা শেষে গ্রেফতারদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button