প্রথম দিনে কে এগিয়ে প্রশ্নে অনেকেই বলবেন সমান-সমান। ৪ উইকেট তুলতে সক্ষম হয় টাইগাররা। কিন্তু এদিকে স্কোরবোর্ডে ২৫৮ রান জ্বলজ্বল করছিল দিন শেষে।
হাতে থাকা ৬ উইকেট নিয়ে লম্বা পথ দৌড়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছিলেন লংকান ব্যাটার কুসল মেন্ডিস। দ্বিতীয় দিনেই ৫০০ রান ছাড়িয়ে যেতে চান তিনি। কারণ ব্যাটে বলে দারুণ জমিয়ে সেঞ্চুরি হাঁকানো অ্যাঞ্জেলা ম্যাথিউস নামবেন দ্বিতীয় দিনে। সাথে অভিজ্ঞ তারকা দিনেশ চান্দিমাল।
তবে মুমিনুল বাহিনীর লক্ষ্য ৫০০ তো দূরের কথা, ৪০০ রানের আগেই বেঁধে ফেলতে হবে লঙ্কানদের।
সেজন্য সাকিব-তাইজুল-নাঈমের উপর যত ভরসা। সারাদিন নিয়ন্ত্রিত বোলিং করলেও শ্রীলংকাকে চারশর আগে অলআউট করে ফেলতে পারেননি তারা।
এক কথায়, অ্যাঞ্জেলা ম্যাথিউসেই ধরা খেলো টাইগাররা। তবে দুঃখের সাগরে ভাসতেই হবে ম্যাথিউসকে। মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরিটা হলো না তার।
নাঈমের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সাকিবের হাতে ক্যাচ তুলে দিলেন ম্যাথিউস। আউটের আগে ৩৯৭ বলে ১৯৯ রান করলেন তিনি।
তার সাজঘরে ফেরার মধ্য দিয়ে ১৫৩ ওভার খেলে ৩৯৭ রানে প্রথম ইনিংস শেষ হলো শ্রীলংকার।