এনডিপি বাস্তবায়িত মৌসুমি বন্যায় আগাম সারাদান প্রকল্প-২০২২ এর কার্যক্রম পরিদর্শন করেছেন দাতা সংস্থা ডাব্লিউএফপি এর প্রতিনিধি মো. ছাদেক আলী। ২১ জুন ২০২২ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নের পশ্চিম পাড়ায় তিনি কার্যক্রম পরিদর্শন করেন। পরির্দশনকালে প্রকল্পের উপকারভোগীদের সাথে সরেজমিনে মতবিনিময় করেন।
বর্তমানে প্রকল্পটির আওতায় মাঠ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের ফিল্ড পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ‘কোবো টুলস্’ এর মাধ্যমে সুবিধাভোগীদের তথ্য হালনাগাদ করছে। এসময় প্রকল্প এর জেলা সমন্বয়কারী মো. নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।