মো.আলাউদ্দিন খান সভাপতি, মো. হাবিবুল্লাহ বাহার সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার : গত শনিবার, ১৭ সেপ্টেম্বর, সিরাজগঞ্জের শহিদ রাসেল শিশু পার্কে জেলায় কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সংগঠন ডিএনসিসি এর বার্ষিক সাধারণ সভা ২০২২-২৪ অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি সিরাজগঞ্জ এর সভাপতি এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। সাধারণ সভা পরিচালনা করেন ডিএনসিসি’র সাধারণ সম্পাদক সার্প এর নির্বাহী পরিচালক মো. শওকত আলী।
বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৪ মেয়াদে এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানকে সভাপতি ও এমএসএস এর নির্বাহী পরিচালক মো. হাবিবুল্লাহ বাহারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
পরে উপস্থিত ডিএনডিসি সদস্যগণ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।