এনডিপি প্রতিনিধি : এনডিপি ও গণসাক্ষরতা অভিযান এর আশা প্রজেক্টের উদ্যোগে রায়গঞ্জে এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রম নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্পের আওতায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটি বিদ্যালয় উন্নয়ন বিষয়ে গৃহিত পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নে পাঙ্গাসী ইউনিয়নে প্রকল্পের এডুকেশন ওয়াচ গ্রুগের সহাযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির উপপরিচালক ও আশা প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
সভায় অংশগ্রহন করেন পাঙ্গাসী ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য, এসএমসি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পিটিএ সদস্য, জনপ্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিগণ।
সভায নিয়মিত প্রতিটি বিদ্যালয়ে মা সমাবেশ, এসএমসি ও পিটিএ মিটিং করা, বিদ্যালয় সজ্জিত করন, ছাত্র-ছাত্রীদের জন্য খেলার সামগ্রীর ব্যবস্থা করা, শিক্ষা ভ্রমনের উদ্যোগ গ্রহণ করা সহ শিক্ষার মানউন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে।
সভায় স্বাগত বক্তব্যে এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান অতিথি এনডিপির সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং এই কর্মসূচিকে যথাযথভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন বলে সভাকে আশস্ত করেন। এছাড়া তিনি সভায় ওয়াচ গ্রুপের বিগত দিনের কার্যক্রম সম্পকে বিস্তারিত আলেচনা করে।