সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়। সোমবার (২১ আগস্ট) সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। মৃত শিশু রাফি দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ একই এলাকার হাসমতের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, সোমবার সকালে রাফি ও সৌরভ একসাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধূলার কোন এক সময় পাশে থাকা পুকুরে পড়ে গিয়ে তারা দুজন ডুবে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে। পরে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।