সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও মশারি বিতরণ

 “নিজ বাড়ি পরিস্কার রাখি ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালি ৩ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ স্মৃতি স্মরণে অরুণ ফাউন্ডেশন এর আয়োজনে সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয় চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালি শহর প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।

পরে পৌরসভা কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে অসহায় ও গরীবদের মাঝে মশারি বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এসময় প্রধান অতিথি বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে ডেঙ্গুজ্বর ও এডিস মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ডেঙ্গুজ্বর প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে এবং এর আশপাশে যেকোনো পাত্রে জমেথাকা পানি সপ্তাহে একবার ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যায়। এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলেই এ রোগ প্রতিরোধ করা যাবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রধান লক্ষণ হলো জ্বর। তা ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির মাথাব্যথা, বমি, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা হয়ে থাকে। এর যেকোনো একটি লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরার্মশ নিতে হবে। আমি জানি অরুণ ফাউন্ডেশন সব সময় অসহায় দুস্থদের পাশে থেকে কাজ করে চলেছে। ইতিপূর্বে এই অরুণ ফাউন্ডেশন কর্তৃক বন্যাকালীন সময়ে আত্মমানবতায় কাজ করে চলেছে। আমি আশা করি ভবিষ্যৎতে আরো কাজ করবে এই সংগঠনটি।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী (সিএনসি), রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধু সভা সভাপতি প্রদীপ সাহা, বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, পিডিবি হাই স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক মো. হাফিজুর ইসলাম, অরুণ ফাউন্ডেশনের সমন্বয়ক, মঞ্জুরুল আলম রুবেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মো. হোসেন আলী ছোট্ট। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অরাজনৈতিক এই সেচ্ছাসেবী সংগঠন আর্তমানবতার সেবা সহ নানা ধরনের কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button