সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিআরটিএ এর উদ্যোগ একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ পদ্ধতির উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ পদ্ধতির কার্যক্রম শুরু করল। গত ২১ মার্চ সোমবার,  সকালে  সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর আয়োজনে বেলুন উড়িয়ে  একার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে, দেশে বিপুল পরিমান প্রশিক্ষিত ড্রাইভারের অভাব রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণ নিয়ে এই অভাব পুরন করতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

উদ্বোধন শেষে অফিসার্স ক্লাবের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া, সিভিল সার্জন প্রতিনিধি ডা. ইউসুফ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার প্রতীতি পিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসলাম সেখ, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ডাবলু। অনুষ্ঠানে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সালেক, সিরাজগঞ্জ ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নামদার হোসেন, সিরাজগঞ্জ বাস মালিক সমিতির প্রচার সম্পাদক মো. আব্দুল মজিদ মৃধাসহ জেলা প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তা, পরিবহণ মালিক সমিতি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button