কাজীপুরসিরাজগঞ্জ

২৫ মে খাসরাজবাড়ি ইউপি উপনির্বাচনের ভোট

কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ২৫ মে খাসরাজবাড়ি ইউনিয়নের উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।  গত ৯ এপ্রিল সন্ধ্যায় এ তফসিল ঘোষণা করেন কাজীপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক।

উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল। এরপর ৩০ তারিখে তা যাচাই-বাছাই করা হবে। আপিল দাখিলের তারিখ ধার্য করা হয়েছে ২ থেকে ৪ মে আর আপিল নিষ্পত্তির তারিখ ৫ মে থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। উপনির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ মে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ২৫ মে (বৃহস্পতিবার)।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button