রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জের হাট-বাজারে জমে উঠেছে তরমুজের বেচাকেনা

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে তরমুজের বেচাকেনা। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে তরমুজের বেচাকেনা। এই গরমে তরমুজ ক্রয় করার ইচ্ছা সবার থাকলেও দাম বেশি হওয়ার কারনে সবাই ক্রয় করতে না পারলেও কমবেশি দু’একজন পরিবারের আবদার মেটাতে ক্রয় করে নিয়ে যাচ্ছে স্বাদের এই তরমুজ। উপজেলার নিমগাছি, ভুইয়াগাতি, রায়গঞ্জ, ধানঘড়া, ভ্রম্যগাছা, বাঁসুড়িয়া, গ্রামপাঙ্গাসী, হাটাঙ্গাসীসহ বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে এই তরমুজ দেদারছে বিক্রি করে যাচ্ছেন বিক্রেতারা। বলা চলে এ তরমুজ প্রায় সব মানুষের কাছেই প্রিয়। বাজারে গ্রীষ্মকালীন অন্যান্য ফলের মতোই তরমুজেরও কদর বেড়েছে। তরমুজ ক্রয় করতে আশা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, তরমুজ পিচ হিসেবে বিক্রি করার কথা থাকলেও বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। যা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে তরমুজ ক্রয় করা সম্ভব হচ্ছে না বলে জানান বেশ কয়েকজন ক্রেতা। এদিকে পুরোদমে বাজারে তরমুজ এলে দাম অনেকাংশে কমে যাবে। তখন কম দামেও বিক্রি করতে হবে। ফলে লোকশানের আশংকা করছেন উপজেলার অধিকাংশ তরমুজ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button