সিরাজগঞ্জ

তরুণ সম্প্রদায় এর ৪৪ বছর পূর্তি উৎসবের সমাপনী

দুদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন তরুণ সম্প্রদায় এর ৪৪ বছর পূর্তি উৎসব।  গত শনিবার, ১৫ অক্টোবর, সন্ধ্যা ৭ টায় শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত পূর্তি উংসবের ২য় দিনে সংর্বধনা প্রদান করা হয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমিকে।  ২য় দিনের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. শাহ আজম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক লালন কেন্দ্র ও ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ। আজও সেই ধারা বহমান । সমৃদ্ধ সাংস্কৃতিক ধারা অব্যাহত। তরুণ সম্প্রদায় এ এলাকায় সাংস্কৃতিক চর্চাকে বেগবান করছে। ৪৪ বছর পার করল এ সংগঠনটি। অগ্রসরের দিকে নাটকে বিপ্লব সূচিত হতে পারে।

ড. মো. শাহ আজম আরও বলেন, পথ নাটকে তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসময় তিনি বলেন, তবে দেশে নাট্যকর্মীর সংকট রয়েছে। এসময় থিয়েটার আদর্শ থেকে বিচ্যুত, আমাদের দায়বোধ থেকে দূরে থাকা যাবেনা।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশে এখন বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক চর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে স্বাধীন পরিবেশে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে দেশকে উন্নতশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সমাপণি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোস্তফা কামাল খান, পাবনা- সিরাজগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মো. হেলাল আহমেদ, নাট্য চক্র (গ্রুপ থিয়েটার) সাধারণ সম্পাদক ইমরান মুরাদ প্রমুখ।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটারের প্রধান পরিচালক আসাদ উদ্দীন পবলু।  

পরে অনুষ্ঠানে তরুণ সম্প্রদায়ের গ্রুপ থিয়েটার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করে আবৃত্তিকার তাহমিনা হোসেন কলি, শান্তা ইসলাম।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তরুণ সম্প্রদায়ের গ্রুপ থিয়েটারের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগ এবং তাহমিনা হোসেন কলি।

এর আগে গত শুক্রবার ১৪ অক্টোবর, পূর্তি উংসবের ১ম দিনের সকালে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মুক্তির সোপানে পুস্পস্তবক অর্পন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে । পরে সন্ধ্যায় ৭টায় শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা দেয়া হয়। এদিন সংবর্ধনা দেওয়া হয়  মঞ্চ ও টিভি অভিনেতা তোফা হাসানকে।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যকার মমিন বাবু, নাট্যফেডারেশন সভাপতি হাফিজুর সামাদ প্রমুখ।

সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটারের প্রধান পরিচালক আসাদ উদ্দীন পবলু। স্বাগত বক্তব্য রাখেন, তরুণ সম্প্রদায়ের গ্রুপ থিয়েটারের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগ।  অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন, নাট্য অভিনেতা এ. কে. আজাদ।

 রাত ৯ টার দিকে অনুষ্ঠানের আলোচনা সভা শেষে নাটক ” বাউথ নামা ” রচনা ও নির্দেশনায় আমিনুর রহমান মুকুল। পরে নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে প্রথম দিন-রাতের অনুষ্ঠানের সমাপনী ঘটে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকশ্রোতারা উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী উংসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব  কবির বিন আনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button