সদরসিরাজগঞ্জ

তরুণ সম্প্রদায় ৪৫ বছর পূর্তি উদযাপনে আলোচনা ও গুণি জন সংবর্ধনা

“প্রজন্ম থেকে প্রজন্মের প্রাণে জ্বালিয়ে যাবো একাত্তরের শিখা- এসো আকাশ ছুঁই তারুণ্যের আলোয়- এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে তরুণ সম্প্রদায়, আলোচনা, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪৫ বছরের পূর্তি উদযাপন করে।

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ১২.১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ শহরের শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজন করা হয় গ্রুপ থিয়েটার তরুন সম্প্রদায়ের আলোচনা, গুণি জন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটার সংগঠনটি থিয়েটার চর্চায় দীর্ঘ পথ অতিক্রম করে অগনিত ভালো নাটক প্রযোজনার মাধ্যমে অভিনয় ও রুপকের মধ্য দিয়ে সুন্দর ভালো জীবনের বার্তা দর্শকের কাছে পৌছে দিয়ে নাটকের সার্থকতা নিয়ে দীর্ঘ প্রায় ৫৪ বছর পার করছে। আজকের এমন সুন্দর অনুষ্ঠানে আমি আনন্দবোধ করছি । তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার সংগঠনের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করি।’

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মো. ইমরান মুরাদ, জেলা আ. লীগনেতা বিশিষ্ট কবি মো. আব্দুল বারী শেখ, বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী প্রমুখ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) মো. নুরুল হক, পৌর কাউন্সিলর মিরা খাতুন, তহমিনা হোসেন মিনা, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, নাট্যকর আলাউদ্দিন আলা, আব্দ্সু ছোবাহান, রবীন্দ্র সংগীত শিল্পী নুরুল হক অন্যান্যরা।

অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এবং নাট্যকার, নির্দেশক ও আবৃত্তিকার এ.কে. আজাদ-কে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলু। এসময় স্বাগত বক্তব্য রাখেন, পরিচালক (সংগঠন) ফরিদুল ইসলাম সোহাগ, প্রতিষ্ঠাকালীন সদস্য রাজনীতিবিদ আবু বকর ভূঁইয়া ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জে সদস্যা আবৃত্তিকার, কবি উপস্থাপিকা তাহমিনা কলি ও নীলা রহমান।

অনুষ্ঠানে – জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ দেশের শ্রেষ্ঠ মেয়র হওয়ায় সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে সম্মাননা স্মারক, নাটকে বিশেষ অবদান রাখায় নাট্যকার, নির্দেশক ও আবৃত্তিকার এ.কে. আজাদকে সম্মাননা স্মারক, দেশের বিভিন্ন প্রতিযোগিতায় চিত্রাংকনে অবদান রাখায় বিশেষ চাহিদা সম্পন্ন রাশেদুল হাসান আবিরকে শুভেচ্ছা স্মারক এবং সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত -২০২৩ এ ফোক ও দেশের গানে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন হওয়ায় উষসী সূত্রধরকে শুভেচ্ছা স্মারক প্রদানসহ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 এসময়ে অনুষ্ঠানে আগত অতিথিরা, রাজনৈতিকবিদ, সাংস্কৃতিকজন, সুধীজন, গুনীজনসহ  বহু দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button