গত ২০ নভেম্বর, সোমবার ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), সিরাজগঞ্জ শহর ও মাছুমপুর শাখার রেইজ প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন” বিষয়ক ২ মাস ব্যাপী প্রশিক্ষণের অংশ হিসাবে মাঠ পর্যায়ের বিভিন্ন উদ্যোগ পরিদর্শন করানো হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে “রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইজ)” প্রকল্পের সহযোগি সংস্থা এনডিপি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে মাঠ পরিদর্শনের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা করেন রেইজ প্রকল্পের লাইফস্কীল অফিসার এহসান আহমেদ, কেইস ম্যানেজমেন্ট অফিসার মো: হাবিবুর রহমান এবং শিয়ালকোল শাখার শাখা ব্যবস্থাপক মো: আব্দুল আলীম। সিরাজগঞ্জ শহরের ইডিপি টেকনিক্যাল ইন্সটিটিউটের সত্বাধিকারী ও সফল উদ্যোক্তা মো: আবু জাফর খান (টিপু) এবং এনডিপি’র রেইজ প্রকল্পের কোভিড-১৯ খাতে ঋণ গ্রহণকারী সফল উদ্যোক্তা বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামের জিয়াসমিন খাতুনের গরুর খামার পরিদর্শন করেন। পরিদর্শনকালে উদ্যোক্তা মো: আবু জাফর খান (টিপু) এবং প্রকল্পের প্রশিক্ষকগণ তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে সফল হওয়ার বিভিন্ন কৌশল ও যোগাযোগ দক্ষতা বিষয়ে ধারণা দেন এবং উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগ পরিচালনার বিষয়গুলো উপস্থাপন করেন। শহর ও গ্রামীণ পরিবেশে কোন উদ্যোগকে সফল করতে করণীয় বিষয়গুলো মাঠ পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তুলে ধরা হয় যা উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ পরিচালনায় সফল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সহায়ক হবে।