গত ০৫ জুন, ২০২৩ ইং তারিখে ‘‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” প্রতিপাদ্য কে সামনে রেখে এনডিপি এসইপি-তাঁত প্রকল্প জেলা ও উপজেলা পর্যায়ে দিন ব্যাপী কর্মসূচি পালন করে। দিনের শুরুতেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে এসইপি-তাঁত প্রকল্পের উদ্যোগে এনডিপি’র উপকারভোগীরা অংশগ্রহণ করেন। এনডিপি’র উপকারভোগীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বিশেষত প্লাস্টিক দূষণ প্রতিরোধে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়। দিনের ২য় ভাগে এনডিপ’র প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি উত্তোর আলোচনা সভা, এনডিপি-এসইপি (তাঁত) পরিবেশ সম্মননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২.৩০ মিনিটে স্থানীয় রিজিয়া/মোকসেদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সিরাগঞ্জের বিভিন্ন এলাকার তাঁতী, বাগবাড়ি ও পাইকোশা গ্রামের স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ, কিশোর-কিশোরীর সমন্বয়ে কয়েক শতাধিক লোকের অংশগ্রহণে এক বর্ণ্যাঢ্য র্যালি শুরু হয়ে এনডিপি’র প্রধান কার্যালয়ে শেষ হয়।
এনডিপি’র ঋণ-সহায়তা কর্মসূচির পরিচালক ও এসইপি-তাঁত প্রকল্পের ফোকাল পার্সনের সভাপতিত্বে আলোচনা সভা ও তাঁত এলাকার ডাইংয়ের তরল বর্জ্য ব্যবস্থাপনায় মিনি-ইটিপি স্থাপনের মাধ্যমে তরল বর্জ্য ব্যবস্থাপনা করে পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখায় ০৪ জন উদ্যোক্তাকে এনডিপি-এসইপি (তাঁত) পরিবেশ সম্মাননা-২০২৩ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর। এসইপি-তাঁত প্রকল্পের রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মো. আশিক আহমেদের সঞ্চালনায় সভার শুরুতেই তাঁত এলাকার পরিবেশ দূষণ ও তা প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। তিনি প্রকল্পের আওতায় প্রকল্প এলাকার দূষণ প্রতিরোধে ইতোমধ্যে যে সমস্ত কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে তা তুলে ধরেন। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুল গফুরের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্প এলাকার ডাইংয়ের তরল বর্জ্য ব্যবস্থাপনায় যে সমস্ত উদ্যোক্তা মিনি-ইটিপি স্থাপন করেছেন তাদেরকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।
মিলন কুমার রায়, পরিচালক-অর্থ ও হিসাব অনুষ্ঠানে আগত ব্যক্তিবর্গকে পরিবেশ দূষণে বিশেষত প্লাস্টিক দূষণ প্রতিরোধে সবাইকে অংশগ্রহণের আহবান জানিয়ে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যার যার ভূমিকা পালনে উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুল গফুর সিরাজগঞ্জের পরিবেশ রক্ষায় এনডিপি’র বছরব্যাপী নানা সচেতনতামূলক কর্মকান্ড, বিভিন্ন প্রযুক্তির প্রচলন বিশেষ করে প্রকল্পের আওতায় মিনি-ইটিপি স্থাপনের ভূয়ষী প্রশংসা করেন। তিনি এনডিপি’র পরিবেশ সংক্রান্ত সকল কর্মকান্ডের যথাযথ ডকুমেন্টেশনের উপর গুরুত্ব আরোপ করে বলেন এনডিপি এধরণের কাজ অব্যাহত রাখলে ভবিষ্যতে জাতীয় পরিবেশ পদকে ভূষিত হওয়র যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এ ব্যাপারে তিনি এনডিপিকে সবধরণের সহযোগিতা প্রদান করবেন। সভাপতির বক্তব্যে প্রকল্প ফোকাল পার্সন মোসলেম উদ্দিন আহমেদ প্রকল্পের শুরুতে পরিবেশ উন্নয়নের চ্যালেঞ্জ উল্লেখ করে বর্তমানে প্রকল্পের অর্জনসমূহ তলে ধরেন। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুরকে প্রথাগত ভাবে গড়ে ওঠা তাঁত সংশ্লিষ্ট কারখানাগুলোকে কিভাবে পরিবেশ সনদ দেওয়া যায় সে বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন। আলোচনা সভার শেষে বেলকুচি উপজেলার তামাই গ্রামের হাজী আনোয়ার হোসেন মোল্লা, হাবিবুল্লাহ প্রমাণিক, মেহেদী হাসান ও চন্দনগাঁতী গ্রামের আশীষ কুমার চৌধুরীকে ডাইংয়ের তরল বর্জ্য ব্যবস্থাপনায় এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্প কর্তৃক উদ্ভাবিত মিনি-ইটিপি স্থাপনের মাধ্যমে পরিবেশ উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর এনডিপি-এসইপি (তাঁত) পরিবেশ সম্মাননা ২০২৩ প্রদান করেন। পরবর্তীতে উত্তর বঙ্গের জন প্রিয় গম্ভীরা উপস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বার্তা উপস্থিত লোকজনের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। গম্ভীরা দলের প্রাণবন্ত উপস্থাপনায় আগত দর্শকবৃন্দ আনন্দের সাথে পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করেন। গম্ভীরা পরিবেশনার পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদার, টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন, পরিবেশ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সর্বাত্মক সহায়তা প্রদান করেন। এনডিপি’র আলোকিত গ্রাম কর্মসূচি, কৈশোর কর্মসূচি, প্রবীণ কর্মসূচি, আর,এম,টি,পি প্রকল্প সহ এনডিপি’র প্রধান কার্যালয়ে কর্মরত সকলের সহায়তা ও সক্রিয় অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ সাড়ম্বরে উদযাপিত হয়।