সদরসিরাজগঞ্জ

এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের উদ্যোগে ফ্যাশন শো ও তিন দিন ব্যাপী তাঁত উদ্যোক্তা মেলা

এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জের তাঁত পণ্যের কমন ব্র্যান্ড ই-বসন ও অনলাইন মার্কেট প্লেস eboshon.com উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো ও তিন দিন ব্যাপী তাঁত উদ্যোক্তা মেলা।

তাঁত কুঞ্জ খ্যাত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, বস্ত্র খাতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গ্রামীণ অর্থনীতিতে কৃষির পরে তাঁতই বৃহত্তম গ্রামীণ অর্থনৈতিক খাত। কিন্তু ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পে প্রথাগত উৎপাদন, বিপণন ও বাজারজাত ব্যবস্থা বিদ্যমান থাকার কারণে তাঁতীরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সিরাজগঞ্জের তাঁতীদের কারখানার কর্ম পরিবেশ ও তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার ও  নায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করতে সিরাজগঞ্জ জেলার সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলায় “সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমুহ বিবেচনায় রেখে গুনগত মানসম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি  প্রকল্প।” বাস্তবায়ন করছে যা পিকেএসএফের মূল প্রকল্প সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতাভূক্ত। এই প্রকল্পের বহুবিধ কর্মকান্ডের মধ্যে একটি অন্যতম কর্মকান্ড হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত উদ্যোক্তাদের বিশেষত ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যসমূহের জন্য একটি কমন ব্র্যান্ড প্রতিষ্ঠা করা। ই-বসন ও eboshon.com এর উদ্বোধন উপলক্ষে স্থানীয় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এনডিপি’র পরিচালক-কর্মসূচি শাহ আজাদ ইকবাল সকলকে স্বাগত জানিয়ে বলেন,‘‘সিরাজগঞ্জের তাঁতের ঐতিহ্য বিদ্যমান থাকা সত্ত্বেও তেমন কোন প্রতিষ্ঠিত ব্র্যান্ড না থাকায় উদ্যোক্তাগণ নিজস্ব পরিচয়ে উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। উদ্যোক্তাদের পণ্যের ব্র্যান্ড ভ্যালু সৃষ্টি করার মতো সক্ষমতাও কম। আর এ অভাবটি পূরণ করার উদ্দেশ্যেই সিরাজগঞ্জের তাঁতীদের জন্য কমন ব্র্যান্ড হিসেবে ই-বসনকে প্রতিষ্ঠা করা হয়েছে।” তিনি আরও বলেন, ‘‘ ই-বসনের প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশ দূষণ সর্বনি¤œ পর্যায়ে রাখা হচ্ছে বিধায় ই-বসনের পণ্যসমূহ পরিবেশবান্ধব আর পরিবেশবান্ধব এ পণ্যের বিকল্প বাজার হিসেবে eboshon.com নামে একটি অনলাইন মার্কেট প্লেসও স্থাপন করা হয়েছে।” প্রকল্প ব্যবস্থাপক জনাব আশরাফুজ্জামান বলেন, ‘‘eboshon.com ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ই-বসন ও eboshon.com এরসেবার পরিধি ও মান বৃদ্ধিতে এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্প উদ্যোক্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ‘‘ইতোমধ্যে প্রকল্পের আওতায় ই-বসন উদ্যোক্তাদেরকে ন্যাচারাল ডাইং, আধুনিক ডিজাইন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন, দূষণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, শ্রমিক সুরক্ষা, তাঁতে পাট কাপড়ের বুনন সহ নানা বিধ যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ই-বসন উদ্যোক্তা ও সীমিত গ্রাহকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ই-বসন ও বনড়ংযড়হ.পড়স এর ব্র্যান্ড প্রমোশনের জন্যই সিরাজগঞ্জে এই প্রথম আয়োজন করা হয়েছে এক জমকালো ফ্যাশন শো’র এবং ০৩ দিন ব্যাপী (১৬-১৮ জুন,২০২৩) এনডিপি-এসইপি (তাঁত) উদ্যোক্তা মেলার।”

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ৬৩ সিরাজগঞ্জ-২ জনাব অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত তার বক্তব্যে বলেন, ‘‘তাঁতকুঞ্জ খ্যাত সিরাজগঞ্জের তাঁতীদের কমন ব্র্যান্ড ই-বসন ও অনলাইন মার্কেট প্লেস eboshon.com এ এলাকার তাঁতীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে তিনি অনলাইন বিজনেসে প্রতারণার বিষয়টি উল্লেখ করে সর্বোচ্চ মানের  গ্রাহক সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এও বলেন যে, আমার বিশ্বাস এনডিপি’র মতো একটি স্বচ্ছ ও দক্ষ প্রতিষ্ঠান যেহেতু এ কার্যক্রমের সাথে যুক্ত তাই উদ্যোক্তা ও গ্রাহক উভয় পক্ষ ই-বসনের মাধ্যমে উপকৃত হবে।”পরবর্তীতে তিনি এক বর্ণাঢ্য লেজার শো’র মাধ্যমে ই-বসন, eboshon.com ও তিন দিন ব্যাপী (১৬-১৮ জুন,২০২৩) এনডিপি-এসইপি(তাঁত) উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামানের সঞ্চালনায়, টেকনিক্যাল অফিসার মো.সাখাওয়াত হোসেনের পরিকল্পনায় এবং রিপোর্টিং ও ডকুমেন্টেশন অফিসার আশিক আহমেদের নির্দেশনায় শুরু হয় সিরাজগঞ্জের ইতিহাসে সর্ব প্রথম স্থানীয় তাঁত বস্ত্রের প্রদর্শনীর জন্য আয়োজিত জমকালো ফ্যাশন শো বা পোষাক প্রদর্শনীর।

ফ্যাশন শো’তে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আগত প্রফেশনাল মডেলের পাশাপাশি স্থানীয় মডেলবৃন্দ। ফ্যাশন শো’তে ই-বসনের উদ্যোক্তা তৌহিদ, ওসমান গণী, বন্যা পারভেজ, ইফফাত সোলায়মান লুবনা, জেসমিন খান, তানিয়া, তানজিনা খানম, শামীমা সেতু, ফারজানা সুমি’র পোশাক প্রদর্শন করা হয়। ফ্যাশন শো’র সর্বশেষে মঞ্চে আসেন এনডিপি’র উপ-পরিচালক (কর্মসূচি) ও এনডিপি’র তারুণ্যের প্রতীক জুবায়ের জাহান খান।

তিনি প্রকল্পের কর্ম-কর্তা ও উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করতে নিজেই ই-বসনের পণ্যে মডেল হয়ে নিজেকে উপস্থাপন করেন। পরবর্তীতে তিনি এসইপি-তাঁত প্রকল্পের অর্জনসমূহ সংক্ষেপে উপস্থাপন করেন। তিনি ই-বসন ও eboshon.com প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এসইপি-তাঁত প্রকল্পে কর্মরত সকল কর্মকর্তাকে মঞ্চে ডেকে নেন এবং ই-বসন কে সুপ্রতিষ্ঠিত করতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বাত্মক সহায় টিম-এসইপি(তাঁত) কে করা হবে বলে ঘোষণা দেন।

এসইপি-তাঁত প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও ফাইন্যান্স ও প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদারের সার্বিক তত্ত্বাবধান, প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান সহ এনডিপি পরিবারের সার্বিক সহযোগিতায় ফ্যাশন শো’র সফল সমাপ্তি এবং ০৩ দিন ব্যাপী মেলা শুরু হয়।

ফ্যাশন শো শেষে উপস্থিত দর্শক মেলার স্টলগুলিতে ভীড় জমান এবং পছন্দ অনুযায়ী তাদের পোষাক ক্রয় করেন। আশা করা যাচ্ছে ক্রেতাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সরগরম থাকবে এবং উদ্যোক্তাগণ ঈদের আগে ভাল বিক্রি করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button