তাঁত শিল্প এবং তাতীদের উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) পিকেএসএফ এর কারিগরি এবং আর্থিক সহায়তায় গত ২৫ এপ্রিল থেকে শুরু হলো ১০দিন ব্যাপী এনডিপি-এসইপি তাত বস্ত্র মেলা/প্রদর্শনী-২০২৩।
শহিদ এম. মনসুর আলী অডিটরিয়ামে আয়োজিত মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তাঁতের উন্নয়নে এনডিপিএসইপি-তাঁত প্রকল্পের আওতায় যে কমন ব্র্যান্ড ই-বসন প্রতিষ্ঠা করা হয়েছে তা সময়োপযোগী এক উদ্যোগ। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সিরাজগঞ্জের তাঁত পণ্যের ব্র্যান্ড হিসেবে ই-বসন যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য এনডিপি’র সংশ্লিষ্ট কর্মকর্তা কে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হবে। পরে তিনি ১০ দিন ব্যাপী তাঁত বস্ত্র মেলার/প্রদর্শনী শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এনডিপি’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান দেশব্যাপী এনডিপি’র কার্যক্রম ও এসইপি-তাঁত প্রকল্প এনডিপি কর্তৃক বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বলেন বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক সহায়তায় ইতোমধ্যেই প্রকল্পের আওতায় তাঁত অধ্যুষিত এলাকার পরিবেশ ও ব্যবসায়ীদের উন্নয়নে মিনি-ইটিপি স্থাপন ও কমন ব্র্যান্ড ই-বসন প্রতিষ্ঠা করা হয়েছে। আর ই-বসনের আওতাধীন উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্যই আয়োজন করা হয়েছে এ মেলার। তিনি মেলায় আগত দর্শনার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে পণ্য ক্রয়ের জন্য আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এনডিপি এসইপি-তাঁত প্রকল্পের ফোকাল পার্সন ও এনডিপি ঋণ সহায়তা কার্যক্রমের পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এসইপি-তাঁত প্রকল্প ও ই-বসনের প্রেক্ষাপট তুলে ধরে মেলায় আগত দর্শনার্থীদেরকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি’র বক্তব্যে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক, সিরাজগঞ্জের তাঁতীদের উন্নয়নে এনডিপি’র এসইপি-তাঁত প্রকল্পের এ উদ্যোগের প্রশংসা করে, সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন এনডিপি নির্বাহী পরিষদের চেয়ারপার্সন, আলেয়া আখতার বানু। সভা সঞ্চালনা করেন এনডিপি এসইপি-তাঁত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান।
উল্লেখ্য সিরাজগঞ্জের তাঁত পণ্যের কমন ব্র্যান্ড ই-বসন, এনডিপি, আরএমটিপি প্রকল্প সহ তাঁত উদ্যোক্তাদের ১০ টি স্টলে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় হচ্ছে।