সদরসিরাজগঞ্জ

শেষ হলো এনডিপি-এসইপি তাঁত বস্ত্র মেলা-প্রদর্শনী ২০২৩

তাঁত শিল্প এবং তাঁতীদের উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি’র) আয়োজনে, পিকেএসএফ এর কারিগরি এবং আর্থিক সহায়তায় ১০দিন ব্যাপী (২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) এনডিপি-এসইপি তাত বস্ত্র মেলা ও প্রদর্শনী ২০২৩ গতকাল  আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হলো।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক এবং এসইপি তাঁত প্রকল্পের ফোকাল পার্সন মোসলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যেও মোসলেম উদ্দিন বলেন – সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি-তাঁত) প্রকল্প অনেকাংশেই গবেষণামুলক কার্যক্রমের মধ্যে দিয়ে অনেক সফল কার্যক্রম পরিচালনা করে এসেছে। তাঁত পণ্যের প্রসার বা তাঁতীদের আর্থিক উন্নয়নে মেলার আয়োজন করা তারই অংশ বলে মনে করি। এই মেলা আয়োজনের মাধ্যমে আমি বিশ্বাস করি অংশগ্রহণ করা সকল উদ্যোক্তা কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হয়েছেন। তারচেয়েও বড় কথা ১০ দিনের মেলা আয়োজনের যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তা আগামী তাঁত ও বস্ত্র শিল্পের প্রসারে কাজে লাগবে। প্রধান অতিথি সবার কল্যাণ কামনা কওে ও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি-তাঁত) প্রকল্পের সাথে থাকার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। সমাপণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি-তাঁত) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। উল্লেখ্য সিরাজগঞ্জের তাঁত পণ্যের কমন ব্র্যান্ড ই-বসন, এনডিপি, আরএমটিপি প্রকল্পসহ তাঁত উদ্যোক্তাদের ১০ টি স্টলে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। অনুষ্ঠানের শেষাংশে সকল উদ্যোক্তার হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button