কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি এসইপি তাঁত প্রকল্পের আওতায় অগ্নি নির্বাপণ মোহড়া অনুষ্ঠিত

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট -এসইপি এর আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্প‘‘সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মান সম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’’এর তাঁত সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে অগ্নি নির্বাপক মোহড়া অনুষ্ঠিত হয়।

শনিবার এনডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নি নির্বাপক মোহড়া পরিচালনা করেন সিরাজগঞ্জ এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মোহড়া পরিচালনা করেন কামারখন্দ স্টেশন অফিসার আতাউর রহমান, ফায়ার ফাইটার আজিজুর রহমান, ওয়াসের, সুমন রেজা, রুহুল আমিন।

এসময় বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, পাইকোশা, সয়দাবাদ, রাজাপুর, বিয়াড়া, কাটাখালী অঞ্চলের তাঁত উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিপি এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান, এনডিপি এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার আশিক আহমেদ, ফাইন্যান্স ও প্রকিইরমেন্ট অফিসার সুকান্ত গোলদার। উপস্থিত সবাই ব্যাপক উৎসাহ নিয়ে উক্ত মোহড়ায় অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button