সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নির্বাচন গতকাল শনিবার, ১২ আগষ্ট অনুষ্ঠিত হয় । সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এম.আতিকুল ইসলাম বুলবুল (উপজেলা প্রতিনিধি দৈনিক সমকাল) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে শামিউল হক শামীম (উপজেলা প্রতিনিধি, এশিয়ান টিভি) নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হন সহসভাপতি পদে আবু হাসিম খোকন (উত্তর বঙ্গ), সাংগঠনিক সম্পাদক পদে হাদিউল হৃদয় ( কালবেলা প্রতিনিধি) ও যুগ্ম সম্পাদক পদে লুৎফর রহমান (নয়া দিগন্ত প্রতিনিধি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচিত হন।
তাড়াশ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মেহেরুল ইসলাম বাদল জানান, সুন্দর সুষ্ঠ পরিবেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীন ভোট গ্রহণ হয়।
তাড়াশ প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন ‘দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলাউদ্দিন খান ও নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।