
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত সোমবার তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, মৎস্য অফিসার মশগুল আজাদ, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, বিআরডিবি অফিসার মো. রেজাউল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূইয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মওলানা আব্দুল ওয়াহাব।





