সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ‘তামাক নয় খাদ্য ফলন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গত বুধবার, ৩১ মে, জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসককের কার্যালয়ে কালেক্টোরেট চত্বর থেকে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।

শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মো. তোফাজ্জল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খসড়া আইনটি পাশ হলে দেশে তামাকের ব্যবহার হ্রাস এবং এর মারাত্মক স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি আরও কমানো সম্ভব হবে। সর্বোপরি, সংশোধনী পাস করা হলে তামাক নিয়ন্ত্রণ আইনটি আরও শক্তিশালী হবে যা বাংলাদেশে তামাকের ব্যবহার কমাবে। তামাক ব্যবহারের ফলে প্রতিবছর যে এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি হয় সেটিও কমানো সম্ভব হবে।

এছাড়াও তামাক ব্যবহারজনিত কারণে উৎপাদনশীলতা হারানো এবং চিকিৎসা বাবদ বছরে যে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয় তাও কমানো সম্ভব বলে মনে করেন বক্তারা। তামাক চাষিদের জন্য বিকল্প শস্য উৎপাদন এবং বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম মো. তমাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর সার্কেল মো. রেজাওয়ানুল ইসলাম, আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল এ্যাজুটেন্ট সিরাজগঞ্জ মো. সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল হক মুক্তা প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button