উল্লাপাড়া প্রতিনিধ: উল্লাপাড়ায় বজ্রপাত ও ভূমিক্ষয় প্রতিরোধে উপজেলার সলঙ্গার চক চৌবিলায় এক কিলোমিটার সড়কের দু’ধারে চারশত তাল গাছের চারা রোপণ করা হয়। গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্পপ্রসারণ অধিদপ্তর থেকে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চক চৌবিলা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।