বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ সার্কেট হাউজ হল রুম মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে এই ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভার প্রথম পর্বের শুরুতে জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীত ও যে সকল স্কাউটরগণ মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে দোয়া এর মধ্যেদিয়ে দিনব্যাপী সভার সভাপতি শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভারের সহ-সভাপতি গনপতি রায়।
অনুষ্ঠানে বিশ্লেষণী মূলক বক্তব্যে রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার কমিশনার প্রফেসর মো. আমিনুল ইসলাম ( এল,টি) ত্রৈ -বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক সিরাজগঞ্জ জেলা রোভার মো. সামসুল হক (এলটি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সহ-সভাপতি সন্তোষ কুমার চৌধুরী , সিরাজগঞ্জ জেলা রোভারেরর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আখতারুজ্জামান, প্রফেসর অধ্যক্ষ মো. রহুল আমিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রজব আলী মেমোরিয়াল সাইন্স কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা মো. আবু সাঈদ প্রমুখ।
সাধারণসভার দ্বিতীয় পর্বে আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম শুরু হয়। বিগত ৩ বৎসরের জেলা রোভারের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন ও আয় এবং ব্যায় সকলের নিকট পাঠ করে শোনান বিদায়ী সম্পাদক সিরাজগঞ্জ জেলা রোভার মো. সামসুল হক ( এলটি), অত্বপর পরবর্তী ৩ বৎসরের জন্য নির্বাহী কমিটি গঠনে কল্পে নির্বাচনের আহব্বান জানানো হয়। কোন প্রতিধন্ধিতা না থাতায় নিম্নোবর্ণীত পদগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পদ গুলি পূরণ করা হয়। ১জন কমিশনার পদে সকলের সম্মতিক্রমে শাহজাদপুর সরকারি কলেজের স্কাউটার আককাস আলীকে নির্বাচিত করা হয়। ও ১জন ও সম্পাদক পদে মো. সাখাওয়াৎ হোসেন কে ও জেলা কোষাধ্যক্ষ হিসেবে সদ্য বিদায়ী কমিশনার প্রফেসর মো. আমিনুল ইসলাম (এলটি) কে মনোনিত করা হয়। এবং সদ্য বিদায়ী সম্পাদক মো. সামসুল হক কে জেলা রোভার স্কাউট লিডার হিসেবে নির্বাচিত করা হয়। উক্ত ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সিরাজগঞ্জ জেলার সকল সরকারী বেসরকারী/ মাদ্রাসা কলেজের অধ্যক্ষ মহাদয়গণ ও বিভিন্ন কলেজর আর. এস এল ও রোভার লিডারগণ উপজেলা পর্যায়ে কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন এবং সকল কাউন্সিলর বৃন্দদেরকে নবনির্বাচিত কমিশনার মো. আককাস আলী ও নবনির্বাচিত সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন সকল কাউন্সিলর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কার্যনিবাহী কমিটির সদস্যদের কে ধন্যবাদ জানান। অতিরিক্ত জেলা প্রশাসক ও সহ- সভাপতি বাংলাদেশ স্কাউটস.সিরাজগঞ্জ জেলা রোভার গনপতিরায় কাউন্সিলসভা সমাপ্ত ঘোষণা করেন।