সিরাজগঞ্জ

আমার থেমে যাওয়া স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে

বিজয় আহমেদ সাগর: নিজের অনুভুতি এভাবেই ব্যক্ত করলেন আর্থিক সঙ্গতি না থাকায় লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ১ম স্থান অধিকারী সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের মো. সিয়াম হোসেন।  গত ১ জানুয়ারি, রোববার সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ওই শিক্ষার্থীকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসকের আর্থিক সহায়তার ফলে মেধাবী শিক্ষার্থী সিয়ামের শিক্ষা বন্ধ হওয়ার শঙ্কামুক্ত হলো।

গত ৬ জানুয়ারি, শুক্রবার সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকায় ‘রাজশাহী বোর্ডে ১ম স্থান অর্জন করেও কলেজে ভর্তি হতে পারছে না সিয়াম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিগোচর হওয়ায় জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান তাঁর সেচ্ছাধীন আর্থিক অনুদান তহবিল থেকে সিয়ামকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এই অনুদান পেয়ে সিয়াম এখন কলেজে ভর্তিসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ বহন করতে পারবে। ফলে এখন তার কলেজে ভর্তি হওয়া নিয়ে সৃষ্ট আশংকা দুরীভুত হলো। আর্থিক অনুদান ছাড়াও জেলা প্রশাসক মহোদয় ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে  তা প্রদান করার আশ্বাস দেন।

মো. সিয়াম হোসেন সিরাজগঞ্জ জেলা সদরের রতনকান্দি ইউনিয়নের বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ ১ম স্থান অর্জন করে।

আর্থিক সহায়তা পেয়ে সিয়াম সিরাজগঞ্জ প্রতিদিন প্রতিবেদককে জানান, ‘আজকে আমার চেয়ে খুশি কেউ হতে পারবে না। আমার থেমে যাওয়া স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমাকে সহায়তা করার জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। আমি এখন সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হতে পারব।’ তার বিষয়ে সংবাদ প্রকাশ করায় সিয়াম দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকাকেও ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button