সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

” থাকবো ভালো, রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার২০২৩-২৪ অনুষ্ঠিত হয়।

গত সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস. এম রকিবুল হাসান এর সভাপতিত্বে সেমিনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান সিরাজগঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় তিনি তার বক্তব্য বলেন, দেশে এখনো অনেক আইন আছে, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে না। এই জনগোষ্ঠীকে কীভাবে সামনে আনা যায়, সেগুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যেন আসে, সে উদ্যোগ নিতে হবে। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে, সেগুলো দেখতে হবে এবং আলোচনা বারবার চালিয়ে যেতে হবে।

এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া এবং ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়।

অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান তার বক্তব্য বলেন, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি ব্যবসা ও উন্নয়ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি’ শীর্ষক এই সেমিনারে উপজেলা পর্যায়ে এই সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button